খেলাধুলাবিশ্বজুড়ে

টানা সাত দিনের ফুটবল ম্যাচে ৩৬০৪ টি গোল!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত এই ম্যাচটি অনুষ্ঠিত হয় দক্ষিণ-পশ্চিম জার্মানির ‘স্পোর্টসফ্রয়েন্ডে জাংক্ট ভেন্ডেল-ভিন্টারবাখ’ এবং ‘থ্যাংক গড ইটস ফ্রাইডে ইভেন্ট ক্লাব’-এর মধ্যে৷ প্রত্যেক দল এক হাজার ৮০২টি করে গোল করায় খেলাটি ড্র হয়েছে৷

এর আগে টানা ১০৮ ঘন্টা খেলে সবচেয়ে বড় ম্যাচের রেকর্ড ছিল দু’টি ব্রিটিশ দলের৷ দু’দিন হাতে রেখে ৩ জুন সেই রেকর্ড অতিক্রম করেছে জার্মানির ক্লাব দু’টি৷

ম্যাচটির অন্যতম আয়োজক থমাস হ্যান্ডলে জার্মান সংবাদমাধ্যমে বলেছেন‘‘আমরা আগের রেকর্ড থেকে অনেক দূর এগিয়ে যেতে চেয়েছিলাম, যাতে ভবিষ্যতে কেউ এতো লম্বা ম্যাচ খেলার চিন্তাও না করে,”

ছয়দিনের এই ম্যাচে প্রত্যক দলে ১৮ জন করে খেলেছেন৷ প্রতি এক ঘন্টা পর ৫ মিনিট করে বিরতি দেয়া হতো৷ তবে শর্ত ছিল, কোনো খেলোয়াড় ম্যাচের সময়ে মাঠ ত্যাগ করতে পারবেন না৷

‘গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে’ নাম লেখানোর অপেক্ষায় আছে জার্মানির ওই দুই ক্লাব৷ কারণ সবচেয়ে বেশি সময় ধরে ফুটবল খেলার আনুষ্ঠানিক স্বীকৃতিটি এখনো মেলেনি৷

Related Articles

Leave a Reply

Close
Close