দেশজুড়ে

টাঙ্গাইলে ৬ ফার্মেসিকে আড়াই লক্ষাধিক টাকা জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ টাঙ্গাইলের মির্জাপুরে ছয় ফার্মেসিকে দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর সদরের মসজিদ মার্কেট এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সে সময় জেলা ড্রাগ সুপার ডা. নার্গিস আক্তারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক জানান, নাহার মেডিকেল হল ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডি.এ/এম.এ নম্বর না থাকা, অনুমোদনহীন ও যৌন উত্তেজক ওষুধ থাকায় আরোগ্য ফার্মেসিকে ১০ হাজার, চৌধুরী ফার্মেসিকে এক লাখ ২০ হাজার, মাজেদা ফার্মেসিকে ৪০ হাজার, একতা ফার্মেসিকে পাঁচ হাজার ও শাহী মেডিকেল ফার্মেসিতে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ফার্মিসি গুলোকে ড্রাগ অ্যাক্ট ১৯৪০ এর ২৭ ধারা অনুযায়ী জরিমানা করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close