দেশজুড়ে

টাঙ্গাইলে ১২টি অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস

ঢাকা অর্থনীতি ডেস্কঃ টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১২টি বাংলা ড্রেজার পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার,(২৯ ডিসেম্বর)সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় লৌহজং নদীতে অভিযান চালিয়ে ড্রেজারগুলো ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।

নদী খনন প্রকল্প প্রসঙ্গে শাহরিয়ার রহমান বলেন, প্রকেল্পর একটি কাগজ আমরা পেয়েছি কিন্তু আনুষ্ঠানিকভাবে এ পর্যন্ত কোন কাজ শুরু হয় নাই। আজকে লৌহজং নদীতে অভিযান চালিয়েছি। যতগুলো অবৈধ ড্রেজার পেয়েছি আমরা ধ্বংস করেছি। এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, লৌহজং নদী খনন প্রকল্পে নাম করে স্থানীয় প্রভাবশালী বালু খেকোরা দীর্ঘদিন যাবত এলেঙ্গায় এ নদীতে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close