শিক্ষা-সাহিত্য
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের নবীন বরণ
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরের চাপড়ী বহুমূখী গন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ মার্চ) বিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগের সহ সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির এ্যাডভোকেট ইয়াকুব আলী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন চাপড়ী হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কদ্দুছ সরকার ও পরিচালনা পর্ষদের সদস্য শেখ সোহরাব প্রমূখ।
এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নবীবরণ সহ ঐতিহাসিক ৭ মার্চের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।
/এন এইচ