দেশজুড়ে
টাকা শোধ না করায় শ্যালকের পিটুনিতে ভগ্নিপতি নিহত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সাতক্ষীরার আশাশুনিতে পাওনা টাকা নিয়ে গণ্ডগোলের এক পর্যায়ে শ্যালকের পিটুনিতে ভগ্নিপতি নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার তেঁতুলিয়া গ্রামে তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত পঞ্চরাম সরকার ঝিকরা গ্রামের মৃত কানাই লাল সরকারের ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার তেঁতুলিয়া গ্রামের গৌরপদ সানার ছেলে ধীরশান্ত সানা চাচাতো ভগ্নিপতি পঞ্চরাম সরকারের কাছে সাড়ে তিন হাজার টাকা পেতেন। এ নিয়ে অনেক বার বসাবসি হলেও ভগ্নিপতি টাকা শোধ করেননি। শনিবার সন্ধ্যায় টাকা লেনদের নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধীরশান্ত সানা তার ভগ্নিপতি পঞ্চরাম সরকারকে মারধর করতে থাকে। এক পর্যায়ে পঞ্চরাম ঘটনাস্থলেই মারা যান।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী বাদি হয়ে তার চাচাতো ভাই ধীরসান্তকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।