জীবন-যাপনপ্রধান শিরোনামবিশ্বজুড়ে
টাইম ম্যাগাজিনে বর্ষসেরা গ্রেটা থানবার্গ
ঢাকা অর্থনীতি ডেস্ক: যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের এবারের ‘পারসন অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন জলবায়ু পরিবর্তনের ডাক দিয়ে বিশ্বব্যাপী আন্দোলন সৃষ্টি করা সুইডেনের স্কুলছাত্রী গ্রেটা থানবার্গ।
‘ফ্রাইডে ফর ফিউচার’ স্লোগানে প্রতি শুক্রবার পরিবেশ আন্দোলন করে আলোচনায় আসেন তিনি। এরপর থেকেই পরিবেশ আন্দোলনের পক্ষে জোরালো বক্তব্য রেখে সারা বিশ্বে পরিচিতি পান গ্রেটা থানবার্গ।
গত বছর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণে স্কুল বাদ দিয়ে সুইডিশ পার্লামেন্টের সামনে আন্দোলন শুরু করেন থানবার্গ। ১৯২৭ সাল থেকে শুরু হওয়া এই ম্যাগাজিনে এবারই প্রথম ১৬ বছর বয়সী কেউ নির্বাচিত হলো। এ বছর নোবেল শান্তি পুরস্কারেও তার নাম বিবেচনা করা হয়েছিলো।