খেলাধুলা
টাইগারদের দুর্বল পারফরমেন্সে অবাক হয়েছেন ওয়াসিম আকরাম
ঢাকা অর্থনীতি ডেস্কঃ এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ সিরিজ হারায় অবাকই হয়েছেন ওয়াসিম আকরাম।অন্তত লড়াইটা দেখতে চেয়েছিলেন পাকিস্তানি লিজেন্ড। বাংলাদেশের ক্রিকেটের উত্থান খুব কাছে থেকে দেখেছেন। তাই ওয়াসিম আকরামের বিশ্বাস, এক সময় ভালো করবে টিম টাইগার্স। বিভিন্ন সময় বাংলাদেশ সফরের স্মৃতি রোমন্থন করেছেন। দুঃসময়ে পাকিস্তান সফর করাতে বাংলাদেশ দলকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি।কিং অব সুইং… বিশ্ব ক্রিকেটে এই উপাধিতেই পরিচিত। নাম তার ওয়াসিম আকরাম।
পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। লাহোরে ম্যাচ আর থাকবেন না লোকাল বয়, তা কি করে হয়? খেলা ছেড়েছেন তাও এক যুগেরও বেশি আগে। তবে, ক্রিকেটের সঙ্গেই আছেন মাইক্রোফোন হাতে।ধারাভাষ্যকর হিসেবে নিজের অনুভূতি প্রকাশ করে ওয়াসিম আকরাম বলেন, ‘ধারাভাষ্যকর হিসেবে মনে হয় আমার বয়স এখনও ৩০। কিন্তু, ৫৩ বছর হতে চললো আমার বয়স। মাঠে থাকাটা এখনও দারুণভাবে উপভোগ করি।’
মাঠের খেলায় নেই গতি। টিম কম্বিনেশনেও গলদ। টাইগার ব্যাটিং অর্ডারের সমালচনায় পাক লিজেন্ড। আশাহতও হচ্ছেন না.. তার চাওয়া দ্রুত কামব্যাক করুক টাইগাররা।পাকিস্তানের সাবেক এই লিজেন্ড বলেন, ‘মাঠে বাংলাদেশ দলের মধ্যে কোনো আক্রমণাত্ত্বক ভাব দেখিনি। মাহমুদুল্লাহ একজন অভিজ্ঞ ক্রিকেটার তার অবশ্যই চার নম্বরে ব্যাটিং করা উচিত। এমনকি বোলিংয়েও কোনো পরিকল্পনা দেখিনি।’
সুইং বোলিং তারতম্যে একসময় ছিলেন বিশ্ব ক্রিকেটের ত্রাস। তাইতো বাঁহাতি পেসারদের প্রতি আলাদা টান। টাইগার কাটার মাস্টার মুস্তাফিজের দিকে ওয়াসিমের নজরটাও অন্যরকম। দিয়েছেন ভালো করার টোটকা।ওয়াসিম আকরাম বলেন, ‘মুস্তাফিজকে তার রিস্ট পজিশন বদলাতে হবে। তাকে ব্যাটসম্যানরা বুঝতে পারছে স্বাভাবিকভাবেই। বৈচিত্রই তাই একমাত্র সমাধান। নতুন বোলিং কোচ নিশ্চয়ই এ বিষয়ে তাকে সহায়তা করবে।’
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসটা ভালোই জানা ওয়াসি আকরামের। এক সময় আবাহনীর হয়ে খেলার সুবাদে চষে বেড়িয়েছেন পুরো ঢাকা। সেই স্মৃতিও রোমন্থন করলেন পাক লিজেন্ড। অতীত রোমন্থন করে ওয়াসিম আকরাম বলেন, ‘ঢাকাতে প্রথম গিয়েছিলাম ১৯৯৩-৯৪ সালে। তখন ঢাকা শহরে আমি দেখেছি সব জায়গায় সবাই ফুটবল খেলছে। এরপর, ১৯৯৮-৯৯ সালে ঠিক এর ব্যাতিক্রম দেখলাম। সব জায়গায় উন্মাদনার জোয়ার বইছে। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এখন বাংলাদেশের।’
পাকিস্তানের দুর্দিনে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। ক্রিকেটারদের সঙ্গে বিসিবিকেও অন্তর থেকে ধন্যবাদ জানিয়েছেন ওয়াসিম আকরাম। সেই সঙ্গে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের জনগণকেও।
/এন এইচ