খেলাধুলা

টাইগারদের থাবায় লঙ্কা শিকার!

ঢাকা অর্থনীতি ডেস্ক: টাইগারদের থাবায় লঙ্কা শিকার। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারী শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

বুধবার (৬ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ে ১১ বল হাতে ৮ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

শুরুতে লিটন দাস ও সৌম্য সরকারের ওপেনিংয়ে ভালো রানের সংগ্রহ পায় বাংলাদেশ। পাওয়ারপ্লের পরের ওভারেই ব্যক্তিগত ২৬ ও দলীয় ৬৮ রানে সাজঘরে ফেরেন সৌম্য। মাথিশা পাথিরানার বলে অ্যাঞ্জেলো ম্যাথুসের তালুবন্দি হোন তিনি। লিটন দাস খেলেন ২৪ বলে ৩৬ রানের দারুন এক ইনিংস। দলীয় ৮৩ রানে লিটন আউট হলে দলের হাল ধরেন শান্ত-তাওহিদ হৃদয়।

৩৮ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অধিনায়ক শান্ত। ৪টি চার ও ২টি ছয়ে সাজানো ছিল ইনিংসটি। অপরদিকে ২৫ বলে অপরাজিত ৩২ রানের পথে তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে ২টি চার ও ১টি ছয়। শ্রীলঙ্কার পক্ষে মাথিশা পাথিরানা ২৮ রানের খরচায় তুলে নেন ২ উইকেট। ম্যাচসেরা হন নাজমুল হোসেন শান্ত।

উল্লেখ্য, এজয়ে ৩ ম্যাচ সিরিজে এখন ১-১ এ সমতা বিরাজ করছে। আগামী শনিবার (৯ মার্চ) একই মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে নামবে দুদল।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close