খেলাধুলা
টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ে পাঠালেন তামিম
ঢাকা অর্থনীতি ডেস্ক: মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে প্রথম দিনের ম্যাচেই রয়েছে হাইভোল্টেজ ম্যাচ।
আজ শনিবার (২০শে জানুয়ারি) মুখোমুখি রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। আর সেই ম্যাচেই ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়ে গিয়েছে। যেখানে প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন বরিশাল অধিনায়ক তামিম।
ফলে প্রথমেই নুরুর হাসান সোহানের দলকে করতে হবে ব্যাট। মিরপুরের এই নতুন উইকেটে আগে বল করাই যথাযথ মনে করেন তামিম। অন্যদিকে সোহান জানালেন তার দলের লক্ষ্য স্কোরবোর্ডে ১৭০ এর অধিক রান যোগ করা।
রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, শেখ মেহেদী, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম পাটোয়ারী, হাসান মুরাদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, ব্রেন্ডন কিং ও সালমান এরশাদ
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ ইমরান, দুনিথ ওয়েলালাগে।
/এএস