খেলাধুলাপ্রধান শিরোনাম

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে উইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছে টাইগাররা।

সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়।

এর আগে চট্টলায় শনিবার (২৪ জানুয়ারি) সকালে অনুশীলন করেছেন সাকিব-তামিমরা।

স্ট্রেচিং-রানিংয়ের পর নিজেদের স্কিল ঝালিয়ে নিয়েছেন লাল-সবুজের ক্রিকেটাররা। দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে অনেকটা নির্ভার বাংলাদেশ। চট্টগ্রামের উইকেট মাথায় রেখে খেলানো হতে পারে বাড়তি একজন স্পিনার। সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন তাইজুল।

অনুশীলন করেছে উইন্ডিজ ক্রিকেটাররাও। সিরিজ হারলেও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ লজ্জা এড়াতে মরিয়া জেসন মোহাম্মদের দল। শেষ ম্যাচে জয় পেলে ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলে ৩০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে ২ নম্বরে উঠে আসবে টাইগাররা।

এছাড়া চলতি সিরিজসহ সবমিলিয়ে মোট ২৬টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ১৩টি সিরিজে কোনো ম্যাচ হারেনি টাইগাররা। আজকে জয় পেলে প্রতিপক্ষকে ১৪ বার হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে বাংলাদেশ।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close