দেশজুড়েপ্রধান শিরোনাম
ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বুধবার (৫ মে) আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।
এ বিষয়ে আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, দুপুরের পর ঢাকার আকাশে হালকা মেঘ দেখা যেতে পারে। সন্ধ্যার দিকে হয়তো ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তারপরও এ সময়ে মেঘের আচরণ পরিবর্তন হতে পারে। অন্যান্য স্থানেও দুপুর অথবা দুপুরের পর থেকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের তথ্যে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী ৫ দিন সারাদেশে আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন নেই।
/এন এইচ