আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ঝুঁকি নিয়ে সাভারে ফিরছে শ্রমিকরা, কি বলছে তারা? (ভিডিও)
নিজস্ব প্রতিবেদক: প্রাণঘাতি করোনায় মোকাবেলায় ৪ এপ্রিল সাভার -আশুলিয়ায় প্রায় শিল্প কারখানা বন্ধ ঘোষণা করে। ফলে আগামীকাল কাজে যোগ দিতে দেশের দুর দুরান্ত ফিরছে শ্রমিকরা।
শনিবার (০৪ এপ্রিল) সকাল থেকেই ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে শ্রমিকদের ফিরে আসার চাপ দেখা যায়। তবে সড়কে গণপরিবহন না থাকায় চরম ভোগান্তি নিয়ে তাদের ফিরতে হচ্ছে গন্তব্যে।
কয়েকজন শ্রমিক জানান, আগামীকাল কারখানা খুলছে। জীবিকার তাগিদে তাই ঝুঁকি নিয়ে ও বাড়তি ভাড়া দিয়েও ফিরতে হচ্ছে তাদের। না হলে চাকরি হারাতে হবে।
এসময় তারা আরও জানান, সরকার যদি কারখানা বন্ধ কারা ঘোষনা দিত, তাহলে আমাদের এমন ঝুঁকি নিতে হতো না।
ভিডিও দেখুন: