দেশজুড়েপ্রধান শিরোনাম

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় টহল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতপরিচয় এক ‘ডাকাত’ নিহত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ২টার উপজেলার কালীগঞ্জ-জীবননগর সড়কের কৃষ্ণচনন্দরপুর বাকেরখাল এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর)  সকালে ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক এসএমএস বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, একদল ডাকাত কৃষ্ণচনন্দরপুর বাকেরখাল এলাকায় গাছ কেটে রাস্তায় ব্যারিকেট দিয়ে ডাকাতির চেষ্টা করছিল। এ সময় সেখানে টহল পুলিশ পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাতদল পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় এক ডাকাতের লাশ পাওয়া যায়।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও এসএমএসে জানানো হয়।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close