ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নে ভিজিডি কার্ড বিতরণ ও করোনা ভাইরাসের কারণে নিম্ন আয়ের মানুষের চাল বিতরণে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দুস্থ নারীদের পরিবর্তে অনেক স্বচ্ছল পরিবারের নারীদের এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বুধবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ইউনিয়নে ত্রান বঞ্চিত প্রায় কয়েকশত নারী পুরুষ জড়ো হয়ে অনিয়মের বিরুদ্ধে এক মানবববন্ধন কর্মসুচি পালন করে।
এসব অনিয়মের বিষয়ে কথা হয় ৬নং ওয়ার্ডের মেম্বার৷ তমসের উদ্দিনের সাথে।
তিনি জানান, আমি সঠিক ভাবে তালিকা দিয়েছিলাম। চেয়ারম্যান সাহেব কেটে কুটে নিজের আত্মীয়-স্বজনের নাম ঢুকিয়ে দিয়েছেন। আমার কিছুই করার নাই।
পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান নজরল ইসলাম জানান, আমি মেম্বারের কাছে তালিকা করতে দিয়ে ছিলাম। মেম্বার যেভাবে তালিকা জমা দিয়েছে, আমি সেই ভাবে তালিকা চূড়ান্ত করেছি।
ত্রাণ বিতরণের অনিয়মের কথা জানতে চাইলে ঝিনাইদহ সদরের ইউএনও মোঃ বদরুদ্দোজা শুভ জানান, পাগলাকানাই ইউনিয়নে নিম্নআয়ের মানুষের চাল দেওয়া হয়েছে। যারা পায়নি তাদের তদন্ত করে দেখা হবে।
/আরএম