দেশজুড়ে
ঝিনাইদহে আদালতের মালখানায় বিস্ফোরণ, নিহত ১
ঢাকা অর্থনীতি ডেস্ক: ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
রবিবার (০৩ অক্টোবর) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়। এদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের মালখানার ভেতরে গণপূর্ত বিভাগের মিস্ত্রিরা র্যাক তৈরি করছিল। দুপুরের দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তখন আদালতে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আদালত ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
জেলা সরকারি কৌঁসুলি ইসমাইল হোসেন জানান, আদালতের ভেতরে কয়েক দিন ধরে সংস্কারের কাজ চলছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত মেশিনের কারণে এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর পরই ঝিনাইদহ জেলা প্রশাসক মো. মজিবর রহমান ও পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।