করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম
ঝালকাঠিতে ইউপি মেম্বার করোনায় আক্রান্ত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদের এক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা ৪ জন। আক্রান্ত হওয়া ইউপি সদস্য আবু আখতার ঝালকাঠির বিন্নাপাড়া গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হালদার এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, আক্রান্ত ইউপি সদস্য আবু আখতারকে প্রাথমিক অবস্থায় তার বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গত ১১ এপ্রিল ঢাকা থেকে আসা একটি পরিবারের তিনজন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। সে বাড়ির লোকজনের সংস্পর্শে এসে এই ইউপি সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ওই ইউপি সদস্যের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
ঝালকাঠিতে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসার কারণে শহরের প্রবেশদ্বারে পুলিশি চেক পোস্টে কড়াকড়ি আরোপ করা হয়েছে। শহরে বাড়ানো হয়েছে পুলিশের টহল।
/আরএম