দেশজুড়ে
ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রূপালি ইলিশ
ঢাকা অর্থনীতি ডেস্ক: দুই মাস ৫ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নেমেছে নোয়াখালীর হাতিয়া উপকূলের জেলেরা।
শুক্রবার (২৩ জুলাই) মধ্যরাত থেকে মেঘনার বিভিন্ন পয়েন্টে মাছ শিকার করছে অনেক জেলে। বাকিরা জাল প্রস্তুত করে শনিবার (২৪ জুলাই) রাতে নদীতে নামবে।
জেলেরা জানায়, মাছের প্রজননের জন্য গত ২০ মে থেকে ২৩ জুলাই মধ্যরাত পর্যন্ত উপকূলীয় এলাকায় মাছ ধরাতে নিষেধাজ্ঞা ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর শুক্রবার মধ্যরাত থেকে আমরা মাছ শিকারে নামছি।
তারা আরও জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত আমাদের জালে প্রচুর পরিমাণে রূপালি ইলিশ ধরা পড়েছে। তবে এইবার মাছের সাইজ তুলনামূলকভাবে ছোট। তারপরও আমাদের জালে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ায় আমরা খুঁশি।
এদিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর নদীতে মাছ শিকারে নামতে পারায় উপজেলার জেলে পল্লীগুলোতে আনন্দের জোয়ার বইছে, হাসি ফুটেছে জেলেদের মুখে। তবে শুক্রবার ভোর থেকে এখন পর্যন্ত বৃষ্টি হওয়ায় নদী কিছুটা উত্তাল। সবকিছু চাপিয়ে মাছ ধরতে পারায় খুঁশি জেলেরা।