খেলাধুলা

জয় দিয়ে বাংলাদেশের শুভ সূচনা

ঢাকা অর্থনীতি ডেস্ক: জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করলো বাংলাদেশ। ১৩তম আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে জামাল ভূইয়ার দল। ম্যাচের একমাত্র গোলটি করেন তপু বর্মন।

২০০৩ এর কেটে গেছে দেড় যুগ। সাফের শিরোপা পুনরুদ্ধারের মিশনে প্রথম প্রতিপক্ষ শ্রীলংকা। বাকি চার দলের মধ্যে ওরাই রেংকিংয়ে বা শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে। ম্যাচটা তাই জামালদের জন্য মাস্ট উইন।

সেরা দুই খেলবে ফাইনালে। শুরুটা তাই হওয়া চাই ভালো। দরকার পুরো তিন পয়েন্ট। পা হড়কালেই বিপদ। সেটা মাথায় রেখেই শুরু থেকেই মাঝমাঠের দখল বাংলাদেশের।

গোলের খেলা ফুটবল। সুযোগ তৈরি করে কাজে লাগাতে না পারলেই বিপদ। ফিনিশিংয়ের সমস্যা বাংলাদেশের বহু পুরনো। ফার্স্ট হাফের একেবারে শেষদিকে রোগটা ফিরলো আবারও। ইয়াসিনের সেটআপে তপুর হেডার। প্রশংসা প্রাপ্য লংকান কিপারের।

সেকেন্ড হাফ। গোলের খোজে মরিয়া বাংলাদেশ। প্রতিপক্ষে ডি বক্সে দুই উইংয়ের ব্যবহারে চললো অ্যাটাক। খেই হারালো লংকান ডিফেন্স। ভুল করলেন ডাকসন পুসলাস। স্ট্রেইট রেড কার্ড। স্পটকিকে তপু স্পট অন। এগিয়ে গেলো বাংলাদেশ।

১ গোলের লিড জয়ের নিশ্চয়তা দেয় না। তারপরও দ্বিতীয় গোলের জন্য খুব একটা ছুটলো না বাংলাদেশ। মন দিলো ডিফেন্সে। গোল হজম না করে, লিডটা ধরে রাখার রিস্কি স্ট্র্যাটেজিতে সফল অস্কার ব্রুজন। শুরুর ম্যাচে পুরো পয়েন্টে নির্ভার বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Close
Close