দেশজুড়েপ্রধান শিরোনাম

জয়যাত্রা টিভি অফিস সিলগালা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর পল্লবীতে অবস্থিত হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন জয়যাত্রা টেলিভিশনের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এ জন্য আপাতত অফিসটি সিলগালা করা হয়েছে।

রাতভর অভিযানের পর শুক্রবার সকালে অফিসটি সিলগালা করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ।

তিনি বলেন, অভিযানে কিছু কাগজপত্র পাওয়া গেছে। সেগুলো যাচাই-বাছাই করে টেলিভিশনটি বন্ধ করা হতে পারে। কর্মী নিয়োগে বাণিজ্যের অভিযোগটিও তদন্ত করা হচ্ছে।

এছাড়া বিটিআরসি কিংবা তথ্য মন্ত্রণালয় থেকে টেলিভিশনটির নামে আলাদা মামলা হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে র‍্যাবের পক্ষ থেকে।

এর আগে, বৃহস্পতিবার রাত ৮টার পরপরই হেলেনা জাহাঙ্গীরের গুলশানের ৩৬ নম্বর রোডের বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও ক্যাসিনো খেলার সরঞ্জাম, ওয়াকিটকি, বিদেশি মুদ্রা, হরিণের চামড়া পাওয়া যায়। পরে এসব ঘটনায় হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করে র‌্যাব।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close