স্বাস্থ্য
জোড়া দুই শিশু কন্যার লিভার একটি!
ঢাকা অর্থনীতি ডেস্ক: সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ (সিওমেক) হাসপাতালে জন্ম নেয়া জোড়া লাগানো দুই শিশু কন্যার লিভার একটি।
গত ২৫শে জানুয়ারি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে জন্ম নেয় পেটের অংশ জোড়া লাগানো দুই কন্যা শিশু। শিশু দুটির সব অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হলেও লিভার মাত্র একটি।
চিকিৎসকরা জানান, শিশু দুটির সব অঙ্গ প্রত্যঙ্গ আলাদা, তাই লিভার প্রতিস্থাপন করা গেলে শিশু দুটিকে সুস্থ ও স্বাভাবিক করে তোলা সম্ভব।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: মো নুরুল আলম জানান, লিভার প্রতিস্থাপনের মাধ্যমে শিশু দুটিকে স্বাভাবিক করে তোলা সম্ভব।
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. ইউনুসুর রহমান বলেন, ‘যেহেতু একটি বাচ্চার লিভার এখনো ডেভেলপ হয়নি, ফলে অপারেশেন করা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এবং এটা করা ঠিক হবে না। তাদের উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
তবে, পরিবারের সদস্যরা আর্থিক অনটনের কথা জানিয়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য সরকারের সহায়তা চেয়েছেন।
/এএস