খেলাধুলাপ্রধান শিরোনাম
জোড়া গোলে ব্রাজিলের দাপুটে জয়
ঢাকা অর্থনীতি ডেস্ক: বিশ্বকাপে ব্রাজিলের দুরন্ত আক্রমণভাগ। তাতেই গ্রপ পর্বের প্রথম ম্যাচে ব্রাজিলের প্রত্যাশিত জয়। আর রিচার্লিসনের ২য় গোল যেন গোটা দুনিয়ার সামনে আবারো তুলে ধরলো ছন্দের ফুটবলের ব্রাজিলিয় জয়গান।
প্রথম অর্ধে ব্রাজিল মিসের মহড়ায়। রাফিনিয়া কিংবা ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাচের প্রথম ৪৫ মিনিট যেন ব্রাজিলের আফসোসে পুড়বার। বিপরীতে সার্বিয়ার কাউন্টার এটাক। খুব জোরালো না হলেও, মেসির আর্জেন্টিনা কিংবা মুলারের জার্মানের অমন ধসে পড়া বিশ্বকাপে, অপেক্ষা ভক্তদের উদগ্রীব করেছে এটাই স্বাভাবিক।
গোটা ম্যাচের ৫৮ শতাংশ বল সেলেকাউদের পায়ে, তবে গোলের অপেক্ষাটা ৬২ মিনিটের। নাম্বার নাইন রিচার্লিসনের। বলটা নেইমারের বানানো। করার কথা ভিনি’র তবে ব্রাজিলের নাম্বার নাইন বলে কথা। কাজের কাজটা রিচার্লিসনই করেছেন। এরপরের ১০ মিনিটে তছনছ সার্বিয়ার রক্ষনভাগ। আর ম্যাচের ৭২ রিচার্লিসন ম্যাজিক।
এ বিশ্বকাপে এই ব্রাজিলিয়ান ম্যাজিক নিয়ে আলাপের সবে তো শুরু। গ্রেটেস্ট শো অন আর্থে, ব্রাজিলের চেয়ে সফল আর কারা? জয়েই শুরু সেলেকাওদের হেক্সা মিশন।