দেশজুড়ে
জোড়া খুনের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রিপন মোল্লা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত রিপন মোল্লা এলাকার চিহ্নিত ডাকাত। তার নামে মাদারীপুর, নবাবগঞ্জ ও কেরানিগঞ্জ থানায় জোড়া খুন মামলাসহ ১১ মামলা রয়েছে। রিপন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা।
শনিবার (৮ জুন) দিবাগত ৩টার দিকে উপজেলার মাঝিরকান্দা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, উপজেলার মাঝিরকান্দা এলাকার সড়কে ৮-১০ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন খবর পাওয়া যায়। এর ভিত্তিতে দিবাগত রাত ৩টার দিকে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। গোলাগুলির একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়।
এ সময় তার কাছে একটি দেশীয় পিস্তল ও কিছু ধারালো অস্ত্র পাওয়া যায়। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে এলাকাবাসী তাকে ডাকাত রিপন বলে শনাক্ত করেন। নিহত রিপনের বিরুদ্ধে একটি জোড়া খুনসহ ১১ মামলা রয়েছে।