খেলাধুলা
জোন্সকে নিয়ে এখন কাড়াকাড়ি পড়ে যেতঃ টেন্ডুলকার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ সংক্ষিপ্ত ভার্সনে খেলার সুযোগ পেলে সবার আগ্রহের কেন্দ্র বিন্দুতে থাকতেন সদ্য প্রয়াত অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডিন জোন্স। তাকে দলে ভেড়াতে টানাটানি হতো বলে মন্তব্য করলেন ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকার। গত শুক্রবার ভারতের মুম্বাইয়ের একটি হোটেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার জোন্স। সংযুক্ত আরব আমিরাতে চলমান আইপিএলে তিনি ধারাভাষ্য দিচ্ছিলেন।
টেন্ডুলকার বলেন, ‘আমি শৈশব থেকেই জোন্সের বড় ভক্ত ছিলাম। তার অনেক খেলা দেখেছি। তার খেলা থেকে অনেক কিছু শেখার আছে। ৮০-৯০ দশকে জোন্স যে ধারার ক্রিকেট খেলেছেন তা সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। তখনই ফাস্ট বোলারদের নিয়মিত মেরে খেলতে পারতেন। আমরা এখন সৃষ্টিশীল শটের কথা আলোচনা করি। এখন যেসব শট ব্যাটসম্যানরা খেলে, তা অনেক আগে কেউ না কেউ খেলে গিয়েছিল। আর জোন্স তাদের মধ্যে একজন ছিলেন। তার সময়ে জোন্সের ব্যাটিং মুগ্ধ হয়ে দেখতো গ্যালারির দর্শকরা। আমি ইউটিউবে তার অনেক ব্যাটিং নৈপূণ্য দেখেছি।’
বর্তমান যুগে টি-টোয়েন্টি খেললে জোন্সকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যেত বলে মনে করেন টেন্ডলকার। তিনি বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত, বিশ্বের সেরা টি-টোয়েন্টি তারকাদের মধ্যে একজন হতেন জোন্স। কোন নিলাম হলে তাকে দলে নিতে কাড়াকাড়ি-টানাটানি পড়ে যেত। অসাধারণ একজন স্ট্রোক প্লেয়ার ছিলেন তিনি। ম্যাচের যেকোন পরিস্থিতি সামলানো, রানিং বিটুইন দ্য উইকেট, ফিল্ডার হিসেবে ছিলেন অসাধারণ। টি-টোয়েন্টি ক্রিকেটে একজন আদর্শ খেলোয়াড়ের মধ্যে যেসব গুণাবলী দরকার, জোন্সের সবকিছুই ছিল।’
এই যুগের খেলোয়াড় হলে জোন্স দুর্দান্ত এক ক্রিকেটার হতেন বলেও মনে করেন টেন্ডুলকার, ‘এই যুগে খেললে জোন্স দুর্দান্ত এক ক্রিকেটার হতেন। তিন ফরম্যাটেই ভালো করতে পারতেন। কারণ এখনকার ক্রিকেট আগের চেয়ে অনেক বেশি সহজ। ওয়ানডেতে দুর্দান্ত ক্রিকেটার ছিলেন, তাই টি-টোয়েন্টি ক্রিকেটের নিয়মকানুনের সাথে মানিয়ে নিতে তার কোনো সমস্যা হতো না। আমার মনে হয়, ক্রিকেটের সব সংস্করণের সাথে চাহিদা অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা তার মাঝে ছিল।’
/এন এইচ