বিনোদন

জেলে ৫০-১০০টি ঠোঙা তৈরি করে রোজগার করেন সঞ্জয় দত্ত!

ঢাকা অর্থনীতি ডেস্ক: বেআইনি অস্ত্র রাখার অভিযোগে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের কারাদণ্ড হয়েছিল। জেলে সে সময়ে সঞ্জয়কে কাগজের ঠোঙা তৈরির কাজ দেন জেল কর্তৃপক্ষ। ঠোঙা পিছু মিলত ২০ পয়সা। প্রতিদিন প্রায় ৫০ থেকে ১০০টি ঠোঙা তৈরি করতেন তিনি। সেই করেই তিনি রোজগার করেন ৫০০ টাকা!

সম্প্রতি এক টিভি শোতে এসে নিজেই এই গল্প বলেছিলেন বলিউড অভিনেতা।

টিভির অনুষ্ঠানে সঞ্জয় অকপটে জানান, প্রায় সাড়ে তিন বছরের জেল-জীবনে ঠোঙা তৈরি করেই তিনি রোজগার করেছিলেন প্রায় ৫০০ টাকা। ২০১৬ সালে জেল থেকে ছাড়া পেয়ে সেই টাকা স্ত্রী মান্যতার হাতে তুলে দেন তিনি।

এই অভিনেতা জানান, ‘পণ করেছিলাম, জেলের কঠিন দিনগুলো ইতিবাচক মন নিয়ে কাটাব। ওই ৫০০ টাকার মূল্য আমার কাছে পাঁচ হাজার কোটি টাকার সমান!’

১৯৯৩ সালের এক মামলায় বেআইনিভাবে নিজের কাছে অস্ত্র রাখার অভিযোগ ছিল সঞ্জয়ের বিরুদ্ধে। ২০০৭ সালে টাডা আদালত সেই অপরাধে তাকে কারাদণ্ড দেয়। ভারতের সুপ্রিমকোর্ট সেই রায়ই বহাল রাখায় ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত পুণের ইয়েরওয়াড়া জেলে কাটে অভিনেতার। সূত্র: খবর আনন্দবাজারের

Related Articles

Leave a Reply

Close
Close