দেশজুড়ে

জেলেদের জালে বিরল প্রজাতির ৮টি মাছ

ঢাকা অর্থনীতি ডেস্ক: গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ। গোলপাতা বা পাখি মাছ, টুনা ফিসসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পরছে কুয়াকাটা সংলগ্ন উপকূলীয় জেলেদের জালে।

বুধবার (২৫ আগস্ট) রাতে পটুয়াখালীর মহিপুরের জেলে নুরুন্নবি মাঝির ট্রলার আটটি গোলপাতা বা পাখি মাছ নিয়ে মহিপুর মৎস্য বন্দরে আসে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে মাছগুলো বিক্রির জন্য আপড় পট্টি নিয়ে আসা হয়।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ জানান, স্থানীয় জেলেরা এই মাছগুলোকে পাখি মাছ নামে চিনলেও এর বৈজ্ঞানিক নাম সেইল ফিস। দ্রুতগামী এ মাছ খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এ মাছ গভীর সমুদ্রে বেশি দেখা যায়।

নুরুন্নবী মাঝি বলেন, প্রায় ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের তিনটিসহ মোট ৮টি পাখি মাছ ট্রলারে তুলতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। মাছগুলো আড়তদারের কাছে বিক্রি করা হবে।

৮টি মাছের মধ্যে ৩টির ওজন ৬০ কেজি করে, ৪টির ওজন ৫৫ কেজি করে ও অপর ১টির ওজন ৪০ কেজি। মাছগুলো দেখতে ভিড় করতে থাকেন স্থানীয়রা।

/ আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close