দেশজুড়েপ্রধান শিরোনাম
জেপি-মঞ্জু’র চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু
ঢাকা অর্থনীতি ডেস্ক: পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসাদুল কবির স্বপন তালুকদার (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন। তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আসাদুল কবির স্বপন তালুকদার নবগঠিত ইন্দুরকানী সদর ইউনিয়নের জেপি-মঞ্জু মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এর আগে স্বপন উপজেলার পত্তাশী ইউনিয়ন থেকে দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
স্বপনের বাবা ফজলুল করিম তালুকদার পত্তাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এছাড়া স্বপনের বড় ভাই ইকরামুল কবির মজনু তালুকদার পত্তাশী ইউনিয়নের এবং ইন্দুরকানী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। স্বপনের ছোট ভাই ফাইজুল কবির তালুকদার ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান।
আগামী ১১ নভেম্বর ২য় ধাপে ইন্দুরকানী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নে স্বপনসহ চেয়ারম্যান পদে আরো দুইজন প্রার্থী রয়েছে।