জীবন-যাপন
জেনে নেই ত্বক ও চুলের যত্নে গুড়ের গুণ
ঢাকা অর্থনীতি ডেস্ক: গুড় দিয়ে হরেক রকমের মিষ্টি, খির, পিঠে-পুলি তো বানান হয়েই থাকে। অনেক সময়ে মুড়ি-গুড় কিংবা রুটি দিয়েও গুড় খাওয়া হয়। এর বাইরে গুড়ের আর কোনও ব্যবহার নেই?
রূপচর্চায়ও দিব্যি গুড় ব্যবহার করা যায়। তাতে ত্বকের উজ্জ্বলতা তো ফিরবেই, সঙ্গে হবে আরও নানা ধরনের উপকার।
আসুন জেনে নেই ত্বক ও চুলের যত্নে গুড়ের ব্যবহার-
ত্বকের পুষ্টি: গুড়ে রয়েছে নানা ধরনের ভিটামিন। আছে বিভিন্ন খনিজ পদার্থ। এসবের প্রভাবে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে।
ব্রণ: বিভিন্ন ভিটামিন ও খনিজ পদার্থের উপস্থিতির কারণে সহজেই ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে গুড় খেলে। কমতে পারে ব্রণ।
বলিরেখা: বয়সের ছাপ পড়ছে ত্বকে? বলিরেখা থেকে মুক্তি দিতে পারে গুড়। তিলের সঙ্গে মিশিয়ে মুখে গুড় মাখলে উধাও হতে পারে বলিরেখা।
চুলের যত্ন: ত্বকের পাশাপাশি, চুলেরও যত্ন নিতে পারে গুড়। মুলতানি মাটি, গুড় ও দই মিশিয়ে একটি প্যাক তৈরি করতে হবে। দশ মিনিট পরে চুল ধুইয়ে ফেলুন। নিয়মিত এই প্যাক লাগালে চুল হবে ঘন ও কালো।