শিক্ষা-সাহিত্য

জেএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদন্ড

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় নকল সরবরাহের দায়ে সেতু আহমেদ নামে এক শিক্ষকের দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে রংপুর সদর উপজেলার শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালীন ওই শিক্ষককে হাতেনাতে আটকের পর এ দণ্ড দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব।

শ্যামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জানান, ওই কেন্দ্রে গণিত বিষয়ে পরীক্ষা চলাকালীন বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব পরিদর্শনে আসেন। এ সময় এক শিক্ষার্থীকে নকল সরবরাহ করতে গিয়ে সহকারী শিক্ষক সেতু আহমেদ ধরা পড়েন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

Related Articles

Leave a Reply

Close
Close