শিক্ষা-সাহিত্য
জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, যুবকের কারাদন্ড
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রংপুরের বদরগঞ্জে জেএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মিরাজ হোসেন (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মিরাজ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মলেরহাট গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
সোমবার (৪ নভেম্বর) ইংরেজি পরীক্ষা চলাকালে বদরগঞ্জ কলেজিয়েট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে প্রশ্নপত্রসহ পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীরুল ইসলাম।
এদিকে মিরাজ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, তাকে ওই প্রশ্নপত্র দিয়েছিলেন লোহানীপাড়া উচ্চবিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী তিথির বাবা তৌফিক হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীরুল ইসলাম বলেন, কে প্রশ্নপত্র বাইরে সরবরাহ করেছে সেটি নিশ্চিত হওয়া না গেলেও ক্লু পাওয়া গেছে। কারণ পরীক্ষা কেন্দ্রের ১০৬ নং কক্ষে একটি প্রশ্নপত্র কম ছিলো। ধারণা করা হচ্ছে, ওই প্রশ্নপত্রটি কেউ সরিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছে। তবে তিথি ১০২নং কক্ষে থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে বলে তিনি জানান।