তথ্যপ্রযুক্তি
জুনে বাড়ল সাড়ে ১৭ লাখ ইন্টারনেট সংযোগ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ গত জুন মাসে দেশে ১৭ লাখ ৫৪ হাজার ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের যে কোনো মাসের তুলনায় ইন্টারনেট সংযোগ বৃদ্ধির এই অংক অনেক বেশী।
তাতে জুন মাসের শেষে দেশে কার্যকর ইন্টারনেট সংযোগ দাঁড়িয়েছে নয় কোটি ৬১ লাখ ৯৯ হাজার।
বৃহস্পতিবার(২৫ জুলাই) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রকাশ করেছে তাদের মাসিক প্রতিবেদন। যেখানে দেখা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে কার্যকর ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেয়েছে ৪৮ লাখ ৫১ হাজার।
২০১৮ সালের প্রথম ছয় মাসে অবশ্য কার্যকর ইন্টারনেট বৃদ্ধি পেয়েছিল ৭৩ লাখ সাত হাজার। সেই তুলনায় চলতি বছরে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির হার ৩৩ দশমিক ৬১ শতাংশ কমেছে।
তার আগে ২০১৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসেও বেড়েছিল ৬৭ লাখ ২৪ হাজার সংযোগ।
বিটিআরসির প্রতিবেদন বলছে, দেশে কার্যকর থাকা মোট ইন্টারনেট সংযোগের ৯৩ দশমিক ৯৮ শতাংশ মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন।
দেশের মোট ইন্টারনেট সংযোগের ৫ দশমিক ৯৬ শতাংশ ব্রডব্যান্ড সংযোগ। আর বন্ধ হতে চলা ওয়াইম্যাক্সের সংযোগ এখনো দশমিক শূন্য তিন শতাংশ দেখাচ্ছে।
এদিকে জুন মাসে কার্যকর মোবাইল সংযোগ ৯ লাখ ৪৩ হাজার বৃদ্ধি পেয়ে ১৬ কোটি ১৭ লাখ ৭২ হাজারে দাঁড়িয়েছে।
বৃদ্ধি পাওয়া সংযোগের মাধ্যে গ্রামীণফোন একাই পেয়েছে ৫ লাখ ৪৯ হাজার সংযোগ। জুন মাসের শেষে গ্রামীণফোনের ইন্টারনেট সংযোগ রয়েছে ৭ লাখ ৫৩ হাজারে। অন্য তিন অপারেটরও কিছু কিছু করে সংযোগ পেয়েছে।
জুন মাসের শেষে রবির কার্যকর সংযোগ আছে চার কোটি ৭৯ লাখ ৩৯ হাজার, বাংলালিংক আছে তিন কোটি ৪৬ লাখ ৬৭ হাজারে এবং টেলিটক আছে ৩৮ লাখ ৩৬ লাখে।
/আরএম