খেলাধুলা
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ঢাকা অর্থনীতি ডেস্ক: আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। উদ্বোধনী ম্যাচে প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। আর এই ম্যাচটি দিয়েই জয়ের ধারায় ফিরতে চান টাইগার দলপতি সাকিব আল হাসান। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ জয়টিও প্রায় তিন মাস আগে পেয়েছিল টাইগাররা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হবে।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে জিম্বাবুয়ে চেয়ের এগিয়ে থাকলেও উদ্বোধনী ম্যাচে তিন বিভাগেই নিজেদের সর্বোচ্চটা দিয়ে জয়ে ধারায় ফিরতে চান সাকিবরা। কারণ সর্বশেষ চট্রগ্রাম টেস্টে সফরকারী আফগানিস্তানের কাছে ২২৪ রানে হারের লজ্জা। এর আগে শ্রীলঙ্কা সফরে হোয়াইটওয়াশ। এছাড়া ইংল্যান্ডে বিশ্বকাপেও ৯টি ম্যাচের মধ্যে মাত্র ৩টি ম্যাচে জয়, বাকি হার। সবমিলিয়ে ত্রিদেশীয় সিরিজের আগে মানসিকভাবে অনেকটা পিছিয়ে আছে বাংলাদেশ।
এই সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারলেও বাংলাদেশ চায় আজকের ম্যাচে তিন বিভাগেই(ব্যাটিং-বোলিং-ফিল্ডিং) জ্বলে উঠতে। সেইসঙ্গে টানা হারের লজ্জা থেকে বের হতে। তাই আজকের ম্যাচে টাইগার একাদশ কেমন হবে তা নিয়ে হিসেব-নিকেশ করতে হচ্ছে টিম ম্যানেজম্যান্টেকও।
দেখে নেয়া যাক আজকের ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে-
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দীন, আফিফ হোসেন ধ্রুব, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং ইয়াসিন আরাফাত।
/একে