খেলাধুলা
জিম্বাবুয়েকে ২৭৭ রানের টার্গেট দিলো টাইগাররা
ঢাকা অর্থনীতি ডেস্ক: প্রথম ওয়ানডেতে লিটন দাসের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে ২৭৭ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৬ রানে থামে টাইগারদের ইনিংস।
হারারেতে দলীয় ও ব্যক্তিগত স্কোরের খাতা শূণ্য রেখেই তৃতীয় ওভারের প্রথম বলে আউট হয়ে ফিরে যান ক্যাপ্টেন তামিম ইকবাল। উইকেটটি তখল করেন মুজারাবানি। এরপর সমান ১৯ রান করে ফিরেছেন সাকিব আর মিঠুন। সাকিবের উইকেট নেন মুজারাবানি। আর মিঠুন হন চাতারার শিকার। এরপর ৫ রানে মোসাদ্দেককে ফিরিয়েছেন এনগার্ভা। স্কোরবোর্ডে ৭৪ রানে ৪ টপঅর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে টাইগাররা।
তারপর চাপ সামলে নেন লিটন-রিয়াদ। এই দুই টাইগারের ৯৯ রানের পার্টনারশিপে ১৬০ ঘর পার হয় বাংলাদেশ দল। লুকে জংউয়ির বলে কট বিহাইন্ড হয়ে ৩৩ রানে আউট হন রিয়াদ।
ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে ১০২ রানে এনগার্ভার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন লিটন দাস।
এরপর আফিফের মারমুখী ৩৫ বলে ৪৫ রান, মিরাজের ২৬ রান আর সাইফউদ্দিনের ৮ রানে ২৭৬ রানে শেষ হয় টাইগার ইনিংস।
রোডেশিয়ানদের হয়ে লুকে জংউয়ি ৩টি, মুজারাবানি ২টি ও এনগার্ভার ২টি করে উইকেট দখল করেন।