তথ্যপ্রযুক্তি
জিমেইল সেবায় বিভ্রাট
ঢাকা অর্থনীতি ডেস্ক: প্রযুক্তিগত সমস্যার কারণে বিশ্বজুড়েই জিমেইল সেবা বন্ধ পাচ্ছেন অগণিত ব্যবহারকারী। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) কয়েক ঘণ্টা ধরেই বিশ্বজুড়ে অসংখ্য ব্যবহারকারী জিমেইল ব্যবহারের সমস্যার কথা বলছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। বাংলাদেশেও জিমেইল থেকে মেইল আদান-প্রদানে সমস্যা হচ্ছে।
গুগলের জিস্যুট ব্যবহারকারীরা সমস্যা পাচ্ছেন। বিশেষ সমস্যা হচ্ছে জিমেইল ও গুগল ড্রাইভে। গুগলের অন্য সেবাগুলোতেও সমস্যা পাচ্ছেন কেউ কেউ। অনেক ব্যবহারকারী বলছেন, জিমেইলে কোনো কিছু অ্যাটাচ হচ্ছে না।
‘গুগল অ্যাপস স্ট্যাটাস পেজে’ বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছে গুগল। তারা লিখেছে, ‘জিমেইলের সঙ্গে জড়িত এ সমস্যা খতিয়ে দেখছি। আমরা শিগগিরই আরও তথ্য জানাব।’
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, অনেক ব্যবহারকারী জিমেইলে ঢুকতে পারছেন না বলে জানিয়েছেন। কেউ কেউ অ্যাটাচমেন্ট যুক্ত করতে পারছেন না, আবার কেউ কেউ গুগল ড্রাইভে সমস্যায় পড়ছেন।
থার্ডপার্টি ওয়েব পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, গ্রিনিচ মান সময় ৪টা ৪০ মিনিট বা বাংলাদেশ সময় সকাল ১০টা ৪০ মিনিট থেকে সমস্যা শুরু হয়।
গুগল সমস্যার বিষয়টি স্বীকার করে বলেছে, শিগগিরই সমস্যার সমাধান করবে তারা। বিশ্বজুড়ে ২০০ কোটির বেশি মানুষ গুগলের জিস্যুটের ওপর নির্ভর করে।