আশুলিয়াদেশজুড়েপ্রধান শিরোনামশিক্ষা-সাহিত্যসাভারস্থানীয় সংবাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক: আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস। তবে দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় অল্প পরিসরে অনলাইন অনুষ্ঠানের মধ্যেই ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কর্মসূচি সীমিত রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১২ জানুয়ারি) দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। সেখানে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা পালন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, ১৯৭০-১৯৭১ শিক্ষাবর্ষে ৪ জানুয়ারি চারটি বিভাগে ১৫০জন ছাত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলেও ১৯৭১ সালের ১২ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান এ বিশ্ববিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন।

Related Articles

Leave a Reply

Close
Close