দেশজুড়েপ্রধান শিরোনাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ করোনা পরিস্থিতিতে সীমিত আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এসময় সেখানে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্টার কানিজ ফাতেমাসহ অন্যান্য শিক্ষকরা।

পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু গাছের চারা রোপন করা হয়।

পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আয়েজনের মধ্যে রয়েছে দুপুরে প্রাক্তন উপাচার্য ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিচারনমূলক ভার্চুয়াল আলোচনা, সন্ধায় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহনে অনলাইনে সাংস্কৃতিক অনুস্ঠান।

অপরদিকে এ্যালামনাই এসোসিয়শনের ব্যানারে সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরের নেতৃত্বে শিক্ষকদের আরেকটি দল বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় পতাকা উড়িয়ে ও কেক কেটে পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close