দেশজুড়েপ্রধান শিরোনামশিক্ষা-সাহিত্যসাভারস্থানীয় সংবাদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাশসমূহ ৩১ মে পর্যন্ত বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: গ্রীষ্মকালীন ছুটি, রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস এবং ৩১ মে পর্যন্ত ক্লাশসমূহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস বিস্তার রোধে জনপ্রশাসন মন্ত্রনালয়ের ২৩ এপ্রিলের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় আগামী ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী পবিত্র মাহে রমজান, মে দিবস, বৌদ্ধ পূর্ণিমা, গ্রীষ্মকালীন ছুটি, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ক্লাশসমূহ আগামী ৩০ এপ্রিল থেকে ৩১ মে ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে।
তবে চিকিৎসা, বিদ্যুৎ, পানি, গ্যাস, পরিচ্ছন্নতা কার্যক্রম, নিরাপত্তা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেটসহ জরুরি পরিসেবাসমূহের ক্ষেত্রে এই ব্যবস্থা প্রযোজ্য হবে না বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারি নির্দেশনার প্রেক্ষিতে গত ১৬ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ-পরীক্ষা, উইকেন্ড প্রোগ্রাম এবং জাবি স্কুল ও কলেজ বন্ধ রয়েছে। এছাড়া ক্যাম্পাসে দর্শনার্থী ও বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।