দেশজুড়ে

জাল মুক্তিযোদ্ধা সনদ দিয়ে নারী কনস্টেবল পদে চাকরি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বরিশালে জাল মুক্তিযোদ্ধা সনদ দিয়ে নারী কনস্টেবল পদে চাকরি নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বাবা ও মেয়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (০৪ জুলাই) আদালতের সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তা (জিআরও) কাছে চার্জশিট জমা দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মো. ফরিদুজ্জামান।

অভিযুক্তরা হলেন- বরিশাল বন্দর থানার চরকেউটিয়া এলাকার মৃত করিম গাজির ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য (সুবেদার) আব্দুল লতিফ গাজী ও তার মেয়ে নারী পুলিশ কনস্টেবল মিল্কী আক্তার।

মামলা সূত্রে জানা যায়, বাবা আব্দুল লতিফ গাজীর নামের ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়ে ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা কোটায় নারী কনস্টেবলের চাকরি পান মিল্কী আক্তার। চাকরিতে যোগদানের পর মিল্কীর বাবার মুক্তিযোদ্ধা সনদ বাছাই শেষে জানা যায় সেটি জাল।

এর আগে ৬ মাসের ট্রেনিং শেষ করে কনস্টেবল হিসেবে বরিশাল মহানগর পুলিশে যোগ দেন মিল্কী আক্তার। পরে পুলিশ হেডকোটার্সের নির্দেশে রিজার্ভ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন ২০১৮ সালের ৬ জুন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close