আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য
জার্মানি মেলায় ৫২ লাখ ডলার রফতানির আদেশ পেলো প্রাণ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিশ্বের অন্যতম বৃহৎ ফুড ও বেভারেজ মেলা ‘আনুগা ২০১৯’-এ ৫২ লাখ মার্কিন ডলার সমমূল্যের রফতানি আদেশ পেয়েছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও রফতানিকারক প্রতিষ্ঠান প্রাণ।
জার্মানির কোলন শহরে গত ৫ থেকে ৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়া এবারের মেলায় বিশ্বের ১০০টি দেশ থেকে ৭ হাজার ৫৯০টি কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করে। আনুগা প্রদর্শনীতে এবার নিয়ে মোট ১২ বারের মতো অংশ নিলো প্রাণ।
তিনি জানান, আনুগা প্রদর্শনী বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত। এবার ১০০ বছরে পা দিলো আনুগা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা এ মেলায় অংশ নেন। ব্যবসায়ীরা মেলায় তাদের পণ্য প্রদর্শন করেন, অন্যদিকে ক্রেতারা বিভিন্ন ব্র্যান্ডের পণ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারেন।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘এ প্রদর্শনীতে অংশগ্রহণের মূল উদ্দেশ্য রফতানি বাজার সম্প্রসারণ করা। কারণ, আমরা প্রাণ পণ্য পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দিতে চাই। আর এ ক্ষেত্রে ‘আনুগা’ মেলা বড় একটা প্লাটফর্ম হিসেবে কাজ করে। এ ছাড়া ইউরোপের বিখ্যাত চেইনশপগুলোয় প্রাণ-এর পণ্য সংখ্যা বাড়ানো আমাদের এ মেলায় অংশগ্রহণের অন্যতম কারণ। তাছাড়া বিশ্বের বৃহত্তম এ খাদ্যমেলায় প্রক্রিয়াজাত পণ্যের সর্বশেষ ট্রেন্ড সম্পর্কে ধারণা লাভ করা যায়।’
বর্তমানে প্রাণ গ্রুপের পণ্য ১৪১টি দেশে রফতানি হচ্ছে। রফতানি বাণিজ্যে অবদান রাখায় প্রাণ-আরএফএল গ্রুপ টানা ১৬ বার সেরা রফতানিকারকের পুরস্কার লাভ করেছে।
/আরএইচ