দেশজুড়ে
জামালপুরে বাসচাপায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
ঢাকা অর্থনীতি ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলের আরোহী জাহিদুল ইসলাম আকাশ (১৬) ও জুয়েল রানা (১৬) নামে দুই এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার (৯ ডিসম্বর) সকাল ১২টার দিকে বালিজুড়ি দারোগাবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরোহী জাহিদুল ইসলাম আকাশ জোনাইল এলাকার গেদা মিয়ার ছেলে এবং জুয়েল রানা দারোগা বাড়ির রহুল আমীনের ছেলে।
আকাশ সানশাইন একাডেমির ছাত্র ও জুয়েল বালিজুড়ি এফএম উচ্চ বিদ্যালয়ের ছাত্র। তারা দু’জনই ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আকাশ ও জুয়েল মোটরসাইকেল যোগে মাদারগঞ্জ যাচ্ছিলো। অপরদিক থেকে আসা বালিজুড়ি দারোগা বাড়ি মোড়ে ঢাকাগামী মাদারগঞ্জ স্পেশাল বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
/এনএ