করোনাদেশজুড়েপ্রধান শিরোনাম

জামালপুরে করোনা শনাক্তের পিসি আর ল্যাব উদ্বোধন

ঢাকা অর্থনীতি ডেস্ক: জামালপুরে করোনাভাইরাস শনাক্তের জন্য আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) শেখ হাসিনা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে এই আরটি-পিসিআর ল্যাবের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি।

জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় ল্যাবের যাত্রা শুরু হলো। মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক এ কে এম মুসার তত্ত্বাবধানে সেখানে কারোনাভাইরাস শনাক্তের কাজ চলবে। তবে নমুনা পরীক্ষা শুরু করতে আরও দুই দিন লাগবে।

এই পিসিআর ল্যাবে প্রতি ৬ ঘন্টায় ৯৪টি নমুনা পরীক্ষা করা যাবে। ল্যাবে ৬ জন চিকিৎসক এবং ৬ জন মেডিক্যাল টেকনোলজিস্ট কাজ করবেন। নমুনা পরীক্ষার পর সেগুলোর রিপোর্ট জেলা সিভিল সার্জন ও আইইডিসিআরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে পাঠানো হবে।

উদ্বোধনের পর তথ্য প্রতিমন্ত্রী ও সাংসদ মির্জা আজম ল্যাবের ভেতরে কক্ষগুলো ঘুরে দেখেন। তাঁরা এ সময় সেখানে নিয়োজিত চিকিৎসক ও মেডিক্যাল টেকনোলজিস্টের সঙ্গে করোনা নমুনা পরীক্ষার বিভিন্ন বিষয়ে কথা বলেন।

Related Articles

Leave a Reply

Close
Close