শিক্ষা-সাহিত্য
জাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শাস্তির দাবীতে মানববন্ধন
জাবি প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক সানোয়ার সিরাজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এসময় সাধারণ শিক্ষার্থী ছাড়াও কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন।
শনিবার ( ২৮ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে এ কমসুচী অনুষ্ঠিত হয়।
এসময় অংশ নেয়া শিক্ষক শিক্ষার্থীরা আগামীকাল থেকে ভর্তি পরীক্ষায় সকল কাযক্রমে অবাঞ্চিত ঘোষণা করে অভিযুত ওই শিক্ষককে।পরে তারা শিক্ষক সানোয়ার সিরাজকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
উল্লেখ্য, বিশ্বদ্যিালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সানোয়ার সিরাজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে গত ২৩ সেপ্টেম্বর আত্নহত্যার চেষ্টা করে একই বিভাগের ভুক্তভোগী এক ছাত্রী। এর আগে ১৯ সেপ্টেম্বর লিখিত ভাবে অভিযোগ করেছে বিভাগের সভাপতি বরাবার।