প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

জাবি ভিসির নামে ভুয়া ফেসবুক আইডি, ছড়ানো হচ্ছে বিভ্রান্তি

নিজস্ব প্রতিবেদকঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলামের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া একাউন্ট খুলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

রবিবার (১৭ নভেম্বর) জাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বাদী হয়ে এ বিষয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

সুদীপ্ত শাহিন ডায়েরিতে উল্লেখ করেছেন, ফারজানা ইসলাম নামে আইডিতে উপাচার্যের নাম ও ছবি ব্যবহার করা হলেও এ আইডি ভুয়া। এ আইডি থেকে বিভিন্ন লেখা ও ছবি পোস্ট করা হচ্ছে এবং অনেকে তাতে না বুঝে কমেন্ট, শেয়ার করছেন। এসব বিভ্রান্তিমূলক কর্মকান্ডে উপাচার্য ফারজানা ইসলামের সম্মানহানী হচ্ছে।

সুদীপ্ত শাহিন জানান, ভবিষ্যতে যাতে অনাকাংখিত কিছু না ঘটে তাই থানায় জিডি করে রাখলাম। উক্ত আইডি ব্যবহারকারীর খোজ খবর নেয়ার চেষ্টা করছি। আপাতত কোন মামলা করিনি। জিডি নং- ১৬৪১

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close