প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

জাবি ভিসিকে যে কোন সময় অবরুদ্ধ করার ঘোষণা দিল আন্দোলনকারীরা (ভিডিও সহ)

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বাত্নক ধর্মঘট ও অবরোধ চলবে, যে কোন সময় ভিসিকে অবরুদ্ধ করা হবে বলে সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিলেন আন্দোলনকারীরা।

শনিবার (০২ নভেম্বর) বিকেলে পুরাতন রেজিস্টার ভবনের সামনে উপাচার্য অপসারণ মঞ্চে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যনারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষাথীরা এ সংবাদ সম্মেলন করেন। এ সময় আন্দোলনকারী শিক্ষক রায়হান রাইন এমন ঘোষণা দেন।

এছাড়াও সহকারী প্রক্টর মহিবুর রউফ শৈবালের বিষয় নিয়ে প্রশাসনের দেয়া মামলাকে হাস্যকর বলছেন আন্দোলনকারীরা। তারা বলছে, যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ আর পুলিশ দিয়ে হয়রানির জন্যই প্রশাসন মিথ্যা মামলাটি দায়ের করেন।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

: Domácnice používají již dlouho: pětiletý prostředek proti Nesklouzavé a neklesající: jak se Jak jíst kakis: se slupkou
Close
Close