শিক্ষা-সাহিত্য

জাবি অধ্যাপক আনু মুহাম্মদ সস্ত্রীক করোনায় আক্রান্ত

ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতির শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ ও তার স্ত্রী শিল্পী বড়ুয়া। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে তারা চিকিৎসাধীন আছেন।

তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নমুনা পরীক্ষায় শনিবার তার করোনাভাইরাস পজিটিভ আসে। এরপর আজ (রোববার) তিনি হাসপতালে ভর্তি হয়েছেন। এছাড়া গত ২৮ জুলাই স্ত্রী শিল্পী করোনাভাইরাস পজিটিভ ধরা পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। শনিবার সেখানে থেকে তাকে মুগদা জেনারেল হাসপাতাল স্থানান্তর করা হয়।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

Related Articles

Leave a Reply

Close
Close