শিক্ষা-সাহিত্য

জাবিতে সেলিম আল দীনের জয়ন্তীতে আনন্দ শোভাযাত্রা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের কারনে নাট্যাচার্য্ সেলিম আল দীনের ৭১তম জয়ন্তী এবার সীমিতি পরিসরে পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে স্বাস্থ্য বিধি মেনে বিশ্ববিদ্যালয়ের পুরতন কলা ভবন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের আয়োজনে রেব করা হয় র‌্যালি।

র‌্যালীতে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অংশ নেয় ঢাকা থিয়েটারের কর্নধার নাট্যকার নাসির উদ্দিন ইউসুফ বাচ্চাসহ অনেক নাট্য অনুরাগীগণ।

পুরাতন কলা ভবন থেকে বের করা র‌্যালীটি গুণি এই ব্যক্তির সমাধিস্থলে পৌছে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ। এছাড়া করোনা ভাইরাসের দিন ব্যাপী কোন আয়োজন না থাকলেও সন্ধায় নাটক ও নাট্যতত্ব বিভাগের ফেসবুক পেইজ ও ইউটিউব বেশ কিছু অনুষ্ঠান সম্প্রচার করা হবে।

১৯৪৯ সালের ১৮ই আগষ্ট ফেনীর সোনাগাজি উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন গুনি এই নাট্য ব্যক্তিত্ব। ১৯৭৪ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। পরে তার হাত ধরেই চালু করা হয় নাটক ও নাট্যতত্ব বিভাগ।

একুশে পদক, বাংলা একাডেমি ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত ড. সেলিম আল দীন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ২০০৮ সালের ১৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদের কাছে তাকে সমাহিত করা হয়।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close