শিক্ষা-সাহিত্য
জাবিতে সুশাসন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু
নিজস্ব প্রতিবেদক: দেশ-বিদেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের অংশগ্রহনে ‘Governance in the 21st Century in South Asia: Challenges and Ways Forward’ শীর্ষক দুই দিনের আন্তর্জাতিক কনফারেন্স আজ থেকে শুরু হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে আজ রোববার ( ৭ জুলাই) সকাল সাড়ে নয়টায় প্রধান অতিথি প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম কনফারেন্স উদ্বোধন করেন।
উদ্বোধনী ভাষণে প্রো-উপাচার্য বলেন, ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুশাসন জরুরি। রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করা সম্ভব হলে উন্নয়নের গতি তরান্বিত হয়। বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক বলেন, সমতা এবং প্রয়োজনীয়তা মেটানোর জন্য সুশাসনের ভাবনার আবশ্যকতা রয়েছে। সুশাসন প্রতিষ্ঠা পেলে উন্নয়ন স্বাভাবিক প্রক্রিয়ায় চলতে থাকে।
বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. সামসুন্নাহার খানমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাশেদা আখতার। স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্সের আহবায়ক অধ্যাপক ড. আল মাসুদ হাসানউজ্জামান।
কনফারেন্সে ৯টি সেশনে যুক্তরাষ্ট্র, ভারত ও নেপালসহ দেশ-বিদেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষক-গবেষকগণ এই কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী দিনে প্রবন্ধ পাঠ করেন: বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক ড. বিদ্যুত চক্রবর্তী, মহাত্মা গান্ধী সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সঞ্জীব কুমার শর্মা, দিল্লী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রেখা সাক্সেনা, ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স রিসার্চ এর পরিচালক অধ্যাপক যতীন্দ্র সিং সিসুদিয়া, যুক্তরাষ্ট্রের ইলিনোয়েস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আলী রিয়াজ এবং নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. টেকনাথ ধাকাল।