প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্যসাভারস্থানীয় সংবাদ

জাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্বিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণের দাবিতে পূজার ছুটির পর প্রথমদিনের কর্মসূচি হিসাবে পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ‘দূনীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা সমাজ বিজ্ঞান অনুষদ থেকে পদযাত্রাটি বের করেন। পদযাত্রা নিয়ে তারা নতুন রেজিষ্ট্রার ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ করেন।

সমাবেশে বক্তারা ভিসির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে অবিলম্বে তার অপসারণের দাবি করেন। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তুলার কথা জানান।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের হল রুমে ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’ ব্যানারে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সংবাদ সম্মেলন থেকে তারা অভিযোগ করেন, স্বার্থে টান পড়ায় কিছু শিক্ষক উপাচার্য বিরোধী অবস্থান নিয়ে আন্দোলনের নামে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। দ্রুত তাদের চিহৃিত করে শাস্তির দাবিও তুলেন তারা।

Related Articles

Leave a Reply

Close
Close