আশুলিয়াদেশজুড়েস্থানীয় সংবাদ
জাবিতে ভিসির পদত্যাগের দাবিতে সমাবেশ
ঢাকা অর্থনীতি ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু নিয়ে মিছিল সমাবেশ করেছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এ ঝাড়ু সমাবেশ করেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ। এর আগে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্তর থেকে একটি ঝাড়ু মিছিল বের করেন আন্দোলনকারীরা।
সমাবেশে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে দ্রুত তাকে পদত্যাগের আহবান জানান।
উল্লেখ্য, জাবি উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গত বছরের নভেম্বর মাসে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বরাবর তথ্য-উপাত্ত জমা দেন আন্দোলকারীরা। এ বিষয়ে এখনও তদন্ত রিপোর্ট প্রকাশ করেনি শিক্ষা মন্ত্রণালয়।