শিক্ষা-সাহিত্য
জাবিতে ফানুস উড়িয়ে প্রতিবাদ কর্মসূচী (ভিডিও সহ)
জাবি প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ফানুস উড়িয়ে প্রতিবাদ জানান ‘অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের ভিসিপন্থী শিক্ষক-কর্মকর্তরা।
রোববার ( ২০ অক্টোবর) রাতে ক্যাস্পাসের শহীদ মিনারের পাদদেশে এ কমসুচি পালন করেন তারা। এ কমসুচীতে উপস্থিত থাকেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।
আয়োজন থেকে বক্তরা বলেন, এই ফানুস উড়ানোর মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল অশুভ শক্তি, অমঙ্গল, অন্ধকার দূর হয়ে সর্বত্রই শান্তি ফিরিয়ে আসবে। চলমান থাকবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ।
বক্তরা আরো বলেন, আন্দোলনের নামে ক্যাম্পাসে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তারা একটি গুজবকে বিশ্বাস করে এমনটি করছে। তাই বিরোধী শিবিরকে তাদের আন্দোলন থেকে সড়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।
ভিডিও দেখুন: