শিক্ষা-সাহিত্য
জাবিতে পাল্টাপাল্টি কর্মসূচী
জাবি প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মৌন মিছিল ও সংহতি সমাবেশ করেছে অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে জাহাঙ্গীরনগর। বুধবার ( ১৬ অক্টোবর) দুপুরে শহীদ মিনার থেকে মৌন মিছিলটি শুরু হয়ে মুন্নি চত্বর ঘুরে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে এসে সংহতি সমাবেশ মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, কিছু স্বার্থলোভী শিক্ষক তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ক্যাম্পাসকে অস্থিতিশীল রাখার পায়তারা করছেন।
তারা বলেন আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন একটি চক্র। তাই ওই চক্রকে চিহিৃত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার আহবান জানান প্রশাসনের কাছে।
অপরদিকে ভিসির অপসারণের দাবিতে আজও বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। আজ দুপুরে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর এই ব্যানারে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান অনুষদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে পরে পুরাতন রেজিস্ট্রার ভবন ঘুরে শহীদ মিনারের সামনে শেষ হয়। কর্মসূচি থেকে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা বলেন ভিসি অপসারণ না হওয়া পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাবে তারা।